ঢাকা, ২০ অক্টোবর ২০১৭ : জাতীয় জাদুঘরে শিল্পী অদিতি মহসিনের একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল খায়ের। স্বাগত ভাষণ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব কবি হেদায়েতুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। প্রধান অতিথির ভাষণে জনাব আবুল খায়ের বলেন অদিতি মহসিন সুরের মায়াবী ইন্দ্রজাল রচনা করেন, এ জন্য যে কোন শ্রোতা গান শেষে না করে যেতে পারেন না। জনাব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন অদিতি মহসিনের মত প্রতিভা আর্ভিভাব হয় বলেই রবীন্দ্রনাথ আমাদের মাঝে চির জগরুক। জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, জাদুঘর সব ধরনের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে। আগামী প্রজন্ম এর মাধ্যমে বর্তমানকে জানতে পারবে। শিল্পী রবীন্দ্র সংগীত পরিবেশনার মাধ্যমে হলে উপস্থিত শ্রোতাদের অভিভূত করেন।