ঢাকা, ২৭ অক্টোবর ২০১৭। শিল্পী হামিদুজ্জামান খান একজন বহুমাত্রিক শিল্প-প্রতিভার নাম। তাঁর শিল্পকর্মে যেমন রয়েছে প্রকৃতি তেমনি বিমূর্ত ভাবনা। অতি সহজ সরলভাবে তিনি তাঁর শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির নানা রূপ ও রং। বাংলাদেশের ভাস্কর্য শিল্পের প্রতিনিধিত্ব এই শিল্পীর শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজন করেছে হামিদুজ্জামান খান রেট্রোস্পেকটিভ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও শিল্প সমালোচক অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক জনাব মফিদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সামিট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জনাব মুহাম্মদ আজিজ খান। সভাপতিত্ব করেন দেশবরেণ্য শিল্পী বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, হামিদুজ্জামানের রেট্রোস্পেকটিভ প্রদর্শনী শিল্পীর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত সকল শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। এর ফলে পরিপূর্ণ হামিদুজ্জামান খানকে উপলব্ধি করার সুযোগ পাওয়া যাবে।
শিল্পী হামিদুজ্জামান খান বলেন, আমি যেসব মিডিয়া নিয়ে কাজ করি প্রথমে সেটাকে বোঝার চেষ্টা করি। এ জন্যই যেকোনো মিডিয়ার মাঝেই আমি শিল্পরস খুঁজে পাই।
আলোচক জনাব মফিদুল হক বলেন, হামিদুজ্জামান খানের প্রদর্শনীটি একটি বহুমাত্রিক শিল্পকর্মের সমন্বয়ে ব্যাপক প্রদর্শনীর রূপ ধারণ করেছে।
বিশেষ অতিথির ভাষণে জনাব মুহম্মদ আজিজ খান বলেন, হামিদুজ্জামান খানের শিল্পকর্মে রয়েছে বাংলাদেশের সত্য ও সুন্দরের রূপ।
অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন, শিল্পকর্মের প্রতি গভীর মমত্ববোধের কারণেই হামিদুজ্জামান খান তাঁর শিল্পকর্মে সুন্দর প্রকৃতিকে উপস্থাপন করতে পারেন।
সভাপতির ভাষণে শিল্পী হাশেম খান বলেন, সৃষ্টিশীলতাই বিশেষ করে তাঁর মুক্তিযুদ্ধের শিল্পকর্মের জন্য হামিদুজ্জামান খান আমাদের মাঝে বেঁচে থাকবেন যুগের পর যুগ।