ঢাকা, ৪ নভেম্বর ২০১৭। ইয়াকুব আলী খান বাংলাদেশের নজরুল সংগীতজগতের একজন স্বনামধন্য শিল্পী। দেশে-বিদেশে অনেকদিন ধরে তিনি সংগীত পরিবেশন করে থাকেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত জ্যেষ্ঠ শিল্পী। নজরুলসংগীতের পাশাপাশি তিনি অতুল প্রসাদ, ডি.এল.রায় ও আধুনিক গান পরিবেশন করেন। বাংলাদেশের সবকটি বেসরকারি টিভি চ্যানেলে শিল্পী ইয়াকুব আলী খান নিয়মিত সংগীত পরিবেশন করেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ইয়াকুব আলী খান আমন্ত্রিত হয়ে একক সংগীত পরিবেশন করেন। উপস্থিত দর্শক ও শ্রোতা শিল্পীর পরিবেশনা বিমোহিত হয়ে উপভোগ করেন।