ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান শীর্ষক সেমিনার আয়োজন।

ঢাকা, আজ ৭ নভেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। 'ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল জলিল মিঞা ।

ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান শিরোনামে আয়োজিত সেমিনারে স্বাগত ভাষণে জাদুঘরের সচিব জনাব শওকত নবী বলেন, মোগল সাম্রাজ্যের সময় থেকে ঢাকা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে । মোগল সম্রাজ্যের অন্যতম প্রভাবশালী শাসক ছিলেন সম্রাট জাহাঙ্গীর । তাঁর সময়ে সুবেদার ইসলাম খান চিশতী সুবে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর ।

প্রধান অতিথির ভাষণে জনাব মো. আব্দুল জলিল মিঞা বলেন, সম্রাট জাহাঙ্গীরের হৃদয় ছিল মহৎ । তিনি ছিলেন ন্যায় বিচারক এবং সর্বদাই প্রজাদের কল্যাণের কথা ভেবেছেন । তিনি ছিলেন শিল্পকলার উৎসাহদাতা। এছাড়াও তাঁর ন্যায় বিচারের অসংখ্য উদাহরণ রয়েছে । তিনি ইসলাম খান চিশতীকে সুবে বাংলার সুবেদার নিযুক্ত করেন । ইসলাম খান চিশতী দাপ্তরিক কাজের সুবিধার্থে রাজধানী স্থানান্তর করেন ১৬১০ সালে এবং ঢাকা প্রথমবারের মতো বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অধ্যাপক ড. আয়েশা বেগম, ড. মুহাম্মাদ সিদ্দিক, মো. ইদ্রিসুর রহমান, মহসিন হোসাইন, ড. মো. আলমগীর, এইচ এম সিরাজ, নাসির হেলাল । এই সব সম্মানিত বক্তাগণ সম্রাট জাহাঙ্গীরের অবদান আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য ইতিহাসের ব্যাপক চর্চা প্রয়োজন বলে মত প্রকাশ করেন ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd