ঢাকা, ১১ নভেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহমদ ছফা রাষ্ট্রসভা যৌথভাবে 'আহমদ ছফাঃ মন ও মনন' শীর্ষক পঞ্চদশ আহমদ ছফা স্মৃতিবক্তৃতা আয়োজন করে। অনুষ্ঠানে স্মৃতিবক্তৃতা প্রদান করেন অধ্যাপক আহমদ কবির । সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী । তিনি বলেন, জাদুঘর আজ আহমদ ছফার ওপর এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুবই গৌরবান্বিত বোধ করছে ।
সভাপতির ভাষণে অধ্যাপক মনসুর মুসা বলেন, বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতাদের একজন আহমদ ছফা, তিনি এদেশের অন্যতম সেরা বুদ্ধিজীবী, প্রথাবিরোধী, নির্মোহ, অকপট দৃষ্টিভঙ্গীর জন্য বুদ্ধিজীবী মহলে বিশেষ আলোচিত ছিলেন।
স্মৃতিবক্তৃতায় অধ্যাপক আহমদ কবির বলেন, আহমদ ছফা ছিলেন একাধারে কবি, চিন্তাবিদ, সাহিত্যিক ও সমাজবিজ্ঞানী । তাঁর লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় পাওয়া যায়। তাঁর প্রতিবাদী বক্তব্যের জন্য তিনি আজীবন ছিলেন বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি নতুন প্রতিভা আবিষ্কার ও তাঁর লালন এবং নবীনদের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ করার ব্যাপারেও তিনি ছিলেন তুলনাহীন।