জাদুঘরে শিল্পী আতিকুর রহমানের একক সংগীতসন্ধ্যা আয়োজন ।

ঢাকা, ১৭ নভেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যায় শিল্পী আতিকুর রহমান আমন্ত্রিত হয়ে একক সংগীত পরিবেশন করেন । তিনি যে সব গান পরিবেশন করেন তা হলো একটি মোনের আশিস তুমি, তুমি কি দেখেছ কভু, সে দিনের সোনা ঝরা সন্ধ্যা, এত ‍সুর আর এত গান, এই সুন্দর, পৃথিবী ছেড়ে, ভালোবাস তুমি, ভ্রমরা ফুলের বনে, আমার স্বপনে দেখা, তুমি আর আমি শুধু, কাজল নদীর জলে, চেনা চেনা লাগে, তোমার সমাধি ইত্যাদি । উপস্থিত শ্রোতামণ্ডলী বিমোহিত হয়ে উপভোগ করেন এবং সংগীতসন্ধ্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সূচনা করেন বিদগ্ধ সংগীতরসিক বিচারপতি আশীষ রঞ্জন দাশ। তিনি বলেন, আতিকুর রহমান এদেশের আধুনিক গানের একজন পুরোধা সংগীতজ্ঞ । বিশেষ করে শ্যামল মিত্রের গান তাঁর কন্ঠে ধারণ করেছেন অত্যন্ত সুমধুর কন্ঠে । সংগীতানুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব নুরুজ্জামান মুন্না।

বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণির শিল্পী ও সাবেক প্রধান সংগীত পরিচালক শিল্পী আতিকুর রহমান বর্তমান গাজীপুরের শ্রীপুরে বসবাস করেছেন তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইলে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে প্রথম বেতারে যোগদান করেন এবং একজন যন্ত্রশিল্পী হিসেবে কাজ করেন । ৬০ এর দশকে বহু বাংলা ছবির বিখ্যাত গানের সাথে তবলা সহযোগিতা করেন। স্বাধীনতার পর ভারত থেকে আগত স্বনামধন্য শিল্পী শ্রদ্ধেয় শ্যামল মিত্র এবং শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও উপমহাদেশের স্বনামধন্য শিল্পী মেহেদী হাসান, এস বি জোন, ফরিদা খানম, সাবিনা ইয়াসমিন, ও আ. জববার এর সাথে তবলায় সহযোগিতা করেছেন। সুরকার হিসেবে আ. জববার, আঞ্জুমান আরা, সুবীর নন্দী, শাম্মি আকতার, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরাসহ অনেকের গানে সুর করেছেন। প্রথম সংগীতে আসেন মামা আ. মান্নাফ ঠাকুর এর উৎসাহে আতিকুর রহমান (ছেলু) এবং ছোট ভাই ফরহাদ রহমান। দুজনেই অত্যন্ত সংগীত প্রেমী। রেডিও এবং বিভিন্ন মাধ্যমে গান করেন। বর্তমানে বাংলাদেশ বেতারের সিনিয়র সংগীত পরিচালক হিসেবে নিয়োজিত। এ ছাড়াও চ্যানেল আইসহ বিভিন্ন চ্যানেলে স্বনামধন্য শিল্পী ফেরদৌস আরার সাথে নিয়মিত সংগীতে সহযোগিতা করে আসছেন। বর্তমান প্রজন্মের বহু শিল্পীদের গানের তালিম দিয়ে থাকেন।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd