জাদুঘরে মুক্তিযুদ্ধের গান, স্মৃতি-রোমন্থন ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন।

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর মহান বিজয় দিবস ২০১৭ পালন উপলক্ষে বিকেল ৩টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের স্মৃতি-রোমন্থন ও বিজয়ের কবিতা পাঠের আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি-রোমন্থন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম (অব:) বীরউত্তম, এম.পি. । মুক্তিযুদ্ধের গান করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ এবং বিজয়ের কবিতা পাঠ করেন দেশের বিশিষ্ট কবিবৃন্দ।

অনুষ্ঠান শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ এর গানের সাথে। তিনি ১৯৭১ সালের সাহসী মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে 'একি অপরুপ রুপে মা তোমায়' গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন। মুক্তির মন্দির, স্বাধীন স্বাধীন দিকে দিকে গানগুলো তিনি শ্রোতাদের গেয়ে শোনান।

গান শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি-রোমন্থন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম (অব:) বীরউত্তম, এম.পি. । তিনি একাত্তরের ১৩ ডিসেম্বরের কথা দিয়ে শুরু করেন তাঁর স্মৃতি-রোমন্থন। এরপর তিনি ফিরে যান ১৯৭১ সালের মার্চ মাসের শুরুর দিকের ঘটনায়। তিনি যুদ্ধ শুরুর প্রেক্ষাপট বিষদভাবে বিবরণ করেন এছাড়াও সে সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মানসিক অবস্থার ব্যাপারেও তিনি জানান। চট্টগ্রামে যুদ্ধের শুরুতে তাঁর নেতৃত্বে প্রতিরোধের কথাও তিনি তুলে ধরেন, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শুরুর অবস্থার ব্যাপারে শ্রোতাদের ধারণা দেয়। এই ভাষণের শেষে তিনি ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর চট্টগ্রাম স্বাধীন করার ঘটনা তুলে ধরেন। তাঁর বক্তব্যের শেষে শ্রোতামণ্ডলী দাঁড়িয়ে একাত্তরের এই মহানায়ককে শ্রদ্ধা জানান।

সবশেষে দেশের বিশিষ্ট কবি মুহাম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, রুবী রহমান, কাজী রোজী, মাকিদ হায়দার, হায়াৎ সাইফ, অসীম সাহা, শিহাব সরকার, কামাল চৌধুরী, আসাদ মান্নান, মোহাম্মদ সাদিক, রবীন্দ্র গোপ, জাহিদ হায়দার, তুষার দাশ, হালিম আজাদ, আমিনুল ইসলাম, মানিক মোহাম্মদ রাজ্জাক, গৌরাঙ্গ মোহন্ত, আসলাম সানী , তারিক সুজাত, কুমার চক্রবর্তী, মাহবুব আজিজ, জিল্লুর রহমান, সরকার মাসুদ ও শিহাব শাহরিয়ার মুক্তিযুদ্ধের উপর তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত শ্রোতাদের।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd