বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘শতকন্ঠে রণাঙ্গনে রবীন্দ্রনাথের গান’ অনুষ্ঠান আয়োজন।

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও রবীন্দ্র একাডেমি যৌথভাবে বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান ‘শতকণ্ঠে রণাঙ্গনে রবীন্দ্রনাথের গান’। সকল ন্যায়সঙ্গত আন্দোলনে, মানবতাবাদী চেতনার উন্মীলনে, শুভ সংকল্পে এমন কি রণাঙ্গনেও রবীন্দ্রনাথের অপরিহার্য উপস্থিতি। বাংলাদেশের হৃদয়ে তাঁর অবস্থান। বিজয়ের মাসের শেষলগ্নে সম্মেলক কণ্ঠে তাঁর স্বদেশ পর্যায়ের গানের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি, মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি, মাননীয় সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি এবং মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জনাব তারানা হালিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার ড. শিহাব শাহরিয়ার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক জনাব বুলবুল মহলানবীশ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল লোহানী।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ রবীন্দ্র একাডেমির ১০০জন শিল্পী আবৃত্তি এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আগত সকল দর্শক বিমুগ্ধ হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত দিয়ে । অনুষ্ঠানটি উপস্থাপন করেন বিশিষ্ট বাচিকশিল্পী ড. রুপা চক্রবর্তী ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd