বাংলাদেশ জাতীয় জাদুঘরে রোহিঙ্গা: দি স্টেটলেস্ রিফুজিস্ ইন বাংলাদেশ’ (Rohingya: the stateless refugees in Bangladesh)।

ঢাকা, ৫ জানুয়ারি ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন লবিতে আলোকচিত্র সাংবাদিক বায়েজীদ আকতারের সপ্তম আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ‘রোহিঙ্গা: দি স্টেটলেস্ রিফুজিস্ ইন বাংলাদেশ’ (Rohingya: the stateless refugees in Bangladesh) শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি বিকেল ৩:৩০ মিনিটে প্রখ্যাত ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা বিভাগের কীপার ড. শিহাব শাহরিয়ার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা অফিসার জনাব সাইদ সামসুল করীম ।

প্রদর্শনীতে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনের ৫১টি আলোকচিত্র রয়েছে । প্রদর্শনী আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd