২১ ফেব্রুয়ারি ১৯৫২: ছাত্র হত্যাকাণ্ড এলিস কমিশন রিপোর্ট শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০১৮। সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ২১ ফেব্রুয়ারি ১৯৫২: ছাত্র হত্যাকাণ্ড এলিস কমিশন রিপোর্ট বইটির মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এমপি। প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে মাননীয় বিজ্ঞানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধির জন্য। তিনি বলেন, ১৯৫২ সালের হত্যাকান্ডের উপর তৈরি করা হয় এলিস কমিশন রিপোর্ট। এতে ভষা আন্দোলনের ঘটনা প্রবাহ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। যদিও এর সিদ্ধান্তের সাথে আমরা একমত না এতে সে সময়কার ঘটনার বিবরণ পাওয়া যায় যা জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

বইটির অনুবাদক জনাব রাশেদ রাহম বলেন, এলিস কমিশন রিপোর্ট এই জাতির একটি ঐতিহাসিক দলিল। এই বই প্রকাশনায় সবধরনের সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরকে তিনি ধন্যবাদ জানান। এরপর তিনি বইটির সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, এই রিপোর্টে ২১ ফেব্রুয়ারির প্রতিটি ঘটনা অবিকল তুলে ধরা হয়েছে। এতদিন পর এই ঐতিহাসিক দলিলের অনুবাদের কারণ হিসেবে তিনি বলেন, এই বইটির সিদ্ধান্ত হয়ত আমাদের বিরুদ্ধে যায় বলে অথবা এটি আইন সংক্রান্ত বই বলে এই বইটির অনুবাদ বের করা হয়নি এতদিন। এছাড়াও তিনি বইটি পড়লে পাঠক এলিসের বিচারক হিসেবে ব্যর্থতার কারণও জানতে পারবেন বলে তিনি জানান।

এরপর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার ড. শিহাব শাহরিয়ার বলেন, ১৯৫২ সালের ঘটনাটি ছিল অবশ্যম্ভাবী একটি ঘটনা। এদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা গুলোর একটি। এই বইটি মানুষকে সেই বিভীষিকাময় দিনটির ব্যাপারে জানতে সহায়তা করবে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ একটি কাজের অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী বলেন, এলিস কমিশন রিপোর্টের ব্যাপারে অনেকে জানলেও বাংলায় অনুবাদিত না হাওয়ার কারণে অনেকের পক্ষে পড়া সম্ভব হয়ে উঠেনি। আজকের প্রজন্ম ২১ ফেব্রুয়ারির ব্যাপারে ভালোভাবে জানেনা। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই বইটি পড়লে মানুষ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ঘটনাটির চুলচেরা বিশ্লেষণ পাবে।

বইটির মোড়ক উন্মোচন করার পর মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এমপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ একটি স্বপ্ন নিয়ে যুদ্ধে নেমে পড়ে। আজ এই স্বাধীন দেশের মানুষ হিসেবে দেশের ও জাতির প্রতি আছে আমাদের অনেক দায়িত্ব। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আগে ইতিহাসের ব্যাপারে জানতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে সামনের দিকে এবং তাদের হাত ধরে পৃথিবীতে নিজের একটি যোগ্য স্থান তৈরি করে নিতে পারবে বাংলাদেশ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd