ঢাকা, ০২ মার্চ ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরে ১১ মার্চ ২০১৮ পর্যন্ত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘চিত্রপটে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে পটুয়া নাজির হোসেন-এর ৩২তম একক পটচিত্র প্রদর্শনী উদ্বোধনী করা হয় । বাংলাদেশ জাতীয় জাদুঘরের ২য় তলার গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন । সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য স্থপতি রবিউল হুসাইন ।
প্রদর্শনীর উদ্বোধন করে চিত্রশিল্পী হাশেম খান বলেন, নাজির হোসেন পটচিত্র অংকনের জন্য দুটি বিষয় বেছে নিয়েছেন । একটি বঙ্গবন্ধু এবং অপরটি বাংলার বাঘ । একজন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী অপরটি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। বিজয়ের মাসে এ প্রদর্শনীটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলেও তিনি মনে করেন ।
প্রদর্শনীটি আগামী ১১ মার্চ পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ।