ঢাকা, ০৯ র্মাচ ২০১৮। শিল্পী সালমা আকবর, রবীন্দ্রসঙ্গীত ভুবনে অত্যন্ত পরিচিত একটি নাম। তাঁর পৈতৃক নিবাস বরিশাল, বেড়ে ওঠা ঢাকায়। বাবা মরহুম আজহার উদ্দিন আহমেদ, মা মুরহুমা হোসনে আরা বেগম। স্বামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাজেদ আকবর। বাবার অনুপ্রেরণায় সংগীতে হাতেখড়ি চট্টগ্রামের ওস্তাদ ননী গোপালের কাছে। পরবর্তীতে ছায়ানট ও সংগীত ভবন থেকে কৃতিত্বের সাথে প্রথম মানের প্রথম কোর্স সমাপ্ত করেন। উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন ওস্তাদ সঞ্জীব দে, ওস্তাদ নারায়ণ বসাক ও ওস্তাদ আজাদ রহমানের কাছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে কণিকা বন্দোপাধ্যায়, নীলিমা সেন, সংঘমিত্রাগুপ্তের কাছে তালিম নেন।
সালমা আকবর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন। শিল্পী বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য সকল চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশন করেন। শিল্পী সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত বিষয়ক ভাবনার গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করে থাকেন।
বরেণ্য এই শিল্পী বাংলাদেশ জাতীয় জাদুঘরের আমন্ত্রণে কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সংগীত পরিবেশন করেন। শিল্পীর একক পরিবেশনা উপস্থিত শ্রোতাম-লী বিমোহিত হয়ে উপভোগ করেন। তিনি যে গানগুলো পরিবেশন করেন:
০১ | ও আমার দেশের মাটি | ০২ | গানের ভিতর দিয়ে যখন দেখি |
০৩ | আজ জ্যোৎস্না রাতে | ০৪ | লাবণ্যে পূর্ণ প্রাণ |
০৫ | বাজে করুণ সুরে | ০৬ | ও যে মানে না মানা |
০৭ | আনন্দধারা বহিছে ভুবনে | ০৮ | বাসন্তি হে ভুবনমোহিনী |
০৯ | ফাগুন হাওয়ায় হাওয়ায় | ১০ | তুমি কোন কাননের ফুল |
১১ | আমরা মলয়/ঐ মহাসিন্ধুর | ১২ | জাগাও পথিকে |
১৩ | কে তুমি বসি নদীকুলে | ১৪ | আমায় নহে গো ভালোবাস |
১৫ | আজি দক্ষিণ পবনে |