ঢাকা, ১৭ মার্চ ২০১৮। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিকেল ৫টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করে। এতে দেশের বিশিষ্ট কবিরা অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি নূহ-উল-আলম লেলিন, কবি জাহিদুল হক, কবি শিহাব সরকার, কবি ইকবাল আজিজ, কবি অঞ্জনা সাহা, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি বিমল গুহ, কবি ফারুক মাহমুদ, কবি মিনার মনসুর, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি মারুফুল ইসলাম, কবি আনিসুল হক, কবি জাহিদ মোস্তফা, কবি আমিনুর রহমান সুলতান, কবি রাসেল আশেকী এবং কবি শাহবুদ্দীন নাগরী ।