ঢাকা, ২০ মার্চ ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সহজিয়া লোকসাংস্কৃতিক দল পরিবেশিত ‘অচেনারে চেনা’ শীর্ষক লোকগানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই দলটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলার লোকসংস্কৃতিকে তুলে ধরছে। এখন পর্যন্ত ১০৭টি শহরে তারা সংগীত পরিবেশন করেছে। আজ দলটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগীত পরিবেশন করেন শিল্পী রত্না সাহা ও শিল্পী গরীব মোক্তার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহজিয়া লোকসাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি অসীম সাহা। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কবি শাহাদাত হোসেন নিপু। অনুষ্ঠানে বিভিন্ন বিখ্যাত লোকগান পরিবেশন করা হয়। শ্রোতাগণ মুগ্ধ হয়ে শোনেন তাদের পরিবেশনা।