ঢাকা, ২৬ মার্চ ২০১৮। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিকেল ৫টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের প্রবীণ ও নবীন বাচিকশিল্পীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কাজী মদিনা, ভাস্বর বন্দোপাধ্যায়, কেয়া চৌধুরী, বদরুল আহসান খান, বুলবুল মহলানবীশ, গোলাম সারোয়ার, রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ, মীর বরকত, রফিকুল ইসলাম, জয়ন্ত রায়, শাহাদাৎ হোসেন নিপু, মাহিদুল ইসলাম মাহী, ইকবাল খুরশিদ, আফরোজা পারভীন, ঝর্ণা সরকার, অনিমেষ কর, নাইলা কাকলী, আহকামউল্লাহ, রেজিনা ওয়ালি লীনা, মাসুদুজ্জামান, শামীম আহসান, শিরিনা বীথি এবং শামীমা আক্তার লুসি। শিল্পীরা মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতার ওপর লেখা বাংলাদশের শীর্ষস্থানীয় কবিদের উল্লেখযোগ্য কবিতাগুলো আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।