বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পী শাহীন সামাদ ও শিল্পী বেলায়েত হোসেন-এর স্বাধীনতার গান ও কবিতার যুগলবন্দি অনুষ্ঠান।

ঢাকা, ৩০ মার্চ ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান ও কবিতার যুগলবন্দি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ এবং আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক । তিনি বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ ৩০ মার্চ শিল্পী শাহীন সামাদ ও শিল্পী বেলায়েত হোসেনের যুগলবন্দি স্বাধীনতার গান ও কবিতা আবৃত্তির যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। জাদুঘরকে এ জন্য ধন্যবাদ জানাই।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে এবং বিজয়ের আনন্দকে গৌরবান্বিত করেন বাচিকশিল্পী বেলায়েত হোসেন। আবৃত্তি করেন মহান মুক্তিযুদ্ধ, বিজয় ও স্বাধীনতার কবিতা যেমন: কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য যে স্বাধীনতা’ কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ কবি হুমায়ূন কবিরের ‘এক গঞ্জের গল্প’ কবি হেলাল হাফিজের ‘শরণার্থী’ এবং কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ ইত্যাদি এবং কাজী নজরুলের ইসলাম-এর স্বদেশ চেতনামূলক, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান পরিবেশন করেন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। তাঁর পরিবেশিত গানগুলোর মধ্যে রয়েছে ‘বাংলা ভাষা রাখতে মাগো’ ‘ওরে বিষম দৈরার ঢেউ’ ‘বাংলা আমার জন্মভূমি’ ‘মোরা র্ঝণার মতো উদ্দাম’ ‘বিজয় নিশান উড়িয়ে ঐ’ এবং ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত শ্রোতামণ্ডলী শিল্পীদ্বয়ের পরিবেশনা বিমোহিত হয়ে উপভোগ করেন ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd