জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান।

ঢাকা ১৫ আগস্ট ২০১৮। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০১৮ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকেল ৫টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি চিত্রশিল্পী হাশেম খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকের এই বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পাঠ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে বুকে ধারণ করে সবাই এক সাথে দেশকে এগিয়ে নিতে পারে। তিনি আরো জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা মিলিত হয়ে ৪৩ ফুটের একটি চিত্রকর্ম তৈরি করেন যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান নূর এমপি বলেন, বাংলার সাংস্কৃতিক চেতনা ও সার্বভৌমত্বের চেতনা অবিচ্ছেদ অংশ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে ইতিহাসের পাতা থেকে বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিতে চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেছে নব উদ্যমে।

সভাপতির ভাষণে মো. আব্দুল মান্নান ইলিয়াস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষ্যে জাদুঘর মাসজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।তিনি এরই ধারাবাহিকতায় জাতির পিতার শ্রদ্ধা নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন।

অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি রবিউল হুসাইন, কবি নিমলেন্দু গুণ, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মোহাম্মদ নূরুল হুদা, কবি অসীম সাহা, কবি নূহ-উল-আলম লেনিন, কবি রুবি রহমান, কবি কাজী রোজী,কবি শিহাব সরকার, কবি আলম তালুকদার, কবি কামাল চৌধুরী, কবি মোহাম্মদ সাদিক, কবি মুহাম্মদ সামাদ, কবি আসলাম সানী, কবি আসাদ মান্নান, কবি আনিসুল হক, কবি তারিক সুজাত এবং আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান আরিফ, ডালিয়া আহমেদ, নায়লা তারান্নুম চৌধুরী, রফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন নিপু এবং মাহীদুল ইসলাম।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd