মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতি ও সুচিশিল্প প্রদর্শনী :

ঢাকা,১২ অক্টোবর ২০১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘরে 'হাসুমণির পাঠশালা'র প্রথম বর্ষপূর্তিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মশালায় আঁকা ৭১টি প্রতিকৃতি ও জামালপুরের ঐতিহ্যবাহী সূঁচিশিল্প প্রদর্শনীর উদ্বোধন হয় । বাংলাদেশের ৭১ জন শিল্পী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ৭১টি পোট্রেট করেছেন। সেই পোট্রেটসমূহ নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এবং জামালপুরের সূচিশিল্পীদের ১০১টি সূচিকর্ম নিয়ে প্রধান মিলনায়তন লবিতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং হাসুমণির পাঠশালা যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজক। ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার সকাল ১০টায় প্রধান মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এই প্রদর্শনীর উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পি অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোঃ শওকত নবী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসুমণির পাঠশালার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd