ঢাকা, ডিসেম্বর ২৯, ২০১৪ : জাতীয় পর্যায়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উদযাপন বর্ষব্যাপ্ত কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৩.০০ ঘটিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠানমালা এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম থেকে বাছাইকৃত অধিকাংশ অপ্রদর্শিত চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবার্ষিকী উদযাপন প্রস্ত্ততি কমিটির আহ্বায়ক শিল্পী মুস্তাফা মনোয়ার এবং বেগম জাহানারা আবেদিন। স্বাগত ভাষণ প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। অনুষ্ঠানে ‘জয়নুল আবেদিনের দিকে ফিরে ফিরে তাকানো’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।