২৫/০১/২০১৫ তারিখ, ঢাকা। বিকেল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের উদ্যোগে জনাব সফিক উদ্দিন আহমেদ ষোড়শ শতক থেকে উনবিংশ শতকের চারটি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপহার প্রদান করেন।
মুদ্রাগুলোর বর্ণনা : ১. সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এর রৌপ্য মুদ্রা ২. মুঘল বাদশাহ আহমেদ শাহ এর রৌপ্য মুদ্রা ৩. সম্রাট শাহজাহানের রৌপ্য মুদ্রা ৪. অটোমান সুলতান আল মজিদের ধাতব মুদ্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান, জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী ও জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।