জাদুঘরে অনুষ্ঠিত হলো Constitutional Democracy- Not Death Squads again গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

তারিখ: ২৪/০১/২০১৫: ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান রচিত Constitutional Democracy- Not Death Squads again গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২৪ জানুয়ারি ২০১৪ শনিবার সকাল ১১.০০ টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাসের মান্যবর হাই কমিশনার জনাব পঙ্কজ শরণ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ.টি ইমাম, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ড. মিজানুর রহমান শেলী, ড. জায়েদী সাত্তার, ড. মোস্তফা কে. মুজেরী, জনাব এনায়েতুল্লাহ খান, ড. মিজানুর রহমান, কবি আসাদ মান্নান, অধ্যাপক ড. রওনক জাহান, জনাব এরোমা গুণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ গ্রন্থের উপর আলোচনা করেন। আলোচকবৃন্দ গ্রন্থের নানাদিক তুলে ধরে বলেন, গ্রন্থটি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের মাঝে তুলে ধরেছে। সমাজ সংস্করণে গ্রন্থটি দিক নির্দেশক হিসেবে ভূমিকা রাখবে। আলোচনার শুরুতে গ্রন্থের প্রকাশক মাওলা ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী জনাব আহমেদ মাহমুদুল হক গ্রন্থ প্রকাশের প্রেক্ষাপট তুলে ধরেন।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd