18 May 2014

আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর তিন পর্বের অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল ৮-৩০ মিনিটে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১০-০০ টায় উদ্বোধন করা হয় সমকালীন শিল্পকলার বিশেষ প্রদর্শনী এবং সকাল ১০-৩০ মিনিটে আয়োজন করা হয় সেমিনার।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমানসহ জাদুঘরের সকল কর্মচারীবৃন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি জাদুঘর থেকে শুরু হয়ে টি.এস.সি ঘুরে পুনরায় জাদুঘরে এসে শেষ হয়। সকাল ১০-০০ টায় সমকালীন শিল্পকলা বিভাগের বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি এবং চারুকলা অনুষদের ডীন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক কামরম্নন নাহার খানম। সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd