ঢাকা, ২১ ফ্রেব্রুয়ারি ২০১৫ | মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা ও ‘ভাষা বিনিময় মেলা’ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ এবং জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভুটান দূতাবাসের মান্যবর Pema Choden, সুইডেনের রাষ্ট্রদূত Mr. Johan Friscll, ফিলিপিনসের রাষ্ট্রদূত Vicente Vivenciot Bandilo, রাশিয়া কালচারাল সেন্টারের পরিচালক Alexander P. Demin ইরান কালচারাল কাউন্সেলর Mr. Asgor Khoroabadi. স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন জাদুঘরের সচিব ডা. মো. ফারুক হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে জনাব আসাদুজ্জামান নূর এমপি বলেন, মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ ৫২ ভাষা আন্দোলনে আত্মাহুতি দিতে আমাদের অনুপ্রাণিত করেছিল। আত্মত্যাগের মাধ্যমে অর্জিত ভাষাকে সমৃদ্ধ করতে এর ব্যাপক চর্চা হওয়া প্রয়োজন।
আলোচনা অনুষ্ঠানের পর প্রধান অতিথি জাদুঘরের নতুন সংগ্রহ ১০৭ বছরের পুরাতন ট্রেডেল প্রিন্টিং মেশিন দর্শকদের প্রদর্শনীর জন্য উন্মোচন করেন। এরপর প্রধান অতিথি জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত ভাষা বিনিময় মেলার উদ্বোধন করেন। মেলায় ২৭টি স্টলে ৩০টি ভাষা ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর পাশাপাশি আগ্রহীদের সাথে নিজস্ব ভাষায় কথা বলার মাধ্যমে ভাব বিনিময় করা হয়।
শহীদ দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী ২৩ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে আনা ফ্রাংক প্রদর্শনীর। আনা ফ্রাংক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর পরিবারের সাথে জার্মান নাৎস্যি বাহিনীর হাতে বন্দী ছিলেন। হল্যান্ডের মুক্তির দুই মাস আগে ১৯৪৫-এর মার্চ মাসে বের্জেন-বেলসেন বন্দীনিবাসে আনার মৃত্যু হয়। মৃত্যুর পর আনার ব্যক্তিগত ডায়েরি উদ্ধার হয়, যা আনা ফ্রাংক ডায়েরি নামে খ্যাত। বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং নেদারল্যান্ডের আনা ফ্রাংক হাউজ যৌথভাবে আনা ফ্রাংক-এর ডায়েরি, ব্যক্তিগত জীবন ও ঐতিহাসিক দলিলের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি ২৩-২৮ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে ২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ৫.০০ টায় প্রদর্শনী উদ্বোধন করবেন।