ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং নেদারল্যান্ডের আনা ফ্রাংক হাউজ যৌথভাবে আনা ফ্রাংক-এর ডায়েরি, ব্যক্তিগত জীবন ও ঐতিহাসিক দলিলের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আনা ফ্রাঙ্ক-এ হিস্ট্রি ফর টুডে শীর্ষক ৫ দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রাম্যমাণ প্রদর্শনীটি প্রতিবছর প্রায় ১৫০টি শহরে প্রদর্শন করা হয়। বাংলাদেশে এই প্রদর্শনী এটাই প্রথম।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামনীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যাডেপুটি চীফ অফ মিশন Mr.Martine V. whoogsgraten Straten. সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব জিয়া উদ্দিন তারিক আলী।
প্রদর্শনীটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।