ঢাকা, তারিখ ০১ এপ্রিল ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ড. শামসুদ্দীন আবুল কালাম স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে আজ ১ এপ্রিল ২০১৫ বিকাল ৪ টায় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে ড. শামসুদ্দীন আবুল কালাম-এর ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, গান, সরোদ বাদন এবং বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ড. শামসুদ্দীন আবুল কালামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন এমিরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, জনাব অনুপম হায়াৎ ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর নজরুল ইসলাম। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
দ্বিতীয় পর্বে কবিতা ও লেখার অংশ বিশেষ পাঠ করেন জয়ন্ত রায় ও ড. নীরু শামসুন্নাহার, তৃতীয় পর্বে সরোদ বাজিয়ে শোনান শিল্পী শাহাদত হোসেন খান, চতুর্থ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী স্বর্ণময়ী।