জাতীয় জাদুঘরে সঙ্গীতসন্ধ্যা 'এবং রবীন্দ্রনাথ ' অনুষ্ঠিত।

ঢাকা, ১৭ এপ্রিল ২০১৫। ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন জাদুঘরের মূল কাজ হলেও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে জাদুঘর নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। ক্লাসিক মর্যাদায় অভিসিক্ত বৈচিত্রময় সংস্কৃতি চর্চার চারণ ক্ষেত্র হিসেবে তাই জাদুঘরকে বহুমাত্রিক শিল্প সংস্কৃতি চর্চার অন্যান্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। মানুষ বৈচিত্রের অভিলাসী। গতানুগতিক শিল্পধারার পরিবর্তে নিরীক্ষাধর্মী শিল্পচর্চা ইদানীং কালে লক্ষণীয়। জাদুঘর ভিন্ন ধারার সংস্কৃতি চর্চার প্রয়াস হিসেবে আজ ১৭ এপ্রিল ২০১৫ শুক্রবার সন্ধ্যা ৭.০০টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করে সঙ্গীতসন্ধ্যা 'এবং রবীন্দ্রনাথ '। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান।

অনুষ্ঠানে ভারত বাংলাদেশের সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র মল্লিক, সম্যজিৎ স্বপ্নিল সজিব, সামিউল ইসলাম পলক, শম্পা রেজা সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন মৌদাস, কালামান্দালাম গৌতম এবং চাঁদনী। প্রধান অতিথি ড. গওহর রিজভী অনুষ্ঠান উদ্বোধন করে বলেন, আকাশ সংস্কৃতিক আগ্রাসনে দেশীয় সংস্কৃতি যখন হুমকীর মুখে তখন সুদ্ধ সংস্কৃতি চর্চা অত্যন্ত জরুরী। এর প্রয়াস হিসেবে আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd