জাদুঘরে পোড়ামাটির ফলকে প্রতিফলিত প্রাচীন বাংলার জনজীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ৫ মে ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ‘‘পোড়ামাটির ফলকে প্রতিফলিত প্রাচীন বাংলার জনজীবন’’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের উপ-কীপার, ড. নীরু শামসুন্নাহার। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্মতত্ত্ব অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক জনাব মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ড. এনামুল হক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন। সেমিনারে স্বাগত বক্তব্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন বাঙ্গালীর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য লুকিয়ে আছে পোড়ামাটির ফলকে।

তৃণমূল পর্যায়ে গবেষণার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্যকে বের করে আনতে হবে। তাহলে একটি গৌরবময় জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবো। প্রবন্ধকার ড. নীরু শামসুন্নাহার দুর অতীতে শিল্পীদের হাতের ছোঁয়ায় পোড়ামাটির ফলকে জনজীবনের যে চিত্র ফুটে উঠেছে তা তুলে ধরেন। সেমিনারের প্রধান অতিথি জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ড. এনামুল হক বলেন, প্রাচীন বাংলায় পোড়ামাটির মাধ্যমে শিল্পচর্চার ক্ষেত্রে যে উন্নত শিল্পবোধ তৈরি হয়েছিল পৃথিবীর বুকে তা বিরল। আমাদের সেই উন্নত শিল্পবোধকে এধরনের সেমিনারের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিতে হবে।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd