জামদানি প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা, ১ জুলাই ২০১৫। ২০১৩ সালের নভেম্বর মাসে ইউনেস্কো জামদানিকে ‘ইনটেনজিবল হেরিটেজ অব বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি জামদানির অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা জামদানির উন্নয়নে নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিল্পীদের মাঝে ঋণ সহায়তা প্রদান, রূপগঞ্জে শিল্প নগরী প্রতিষ্ঠা, গবেষণা, উৎপাদন ও বিপনণ সহায়তা প্রদান। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহায়তায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করেছে জামদানি প্রদর্শনী। ১-১০ জুলাই ২০১৫ পর্যন্ত এই প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এমপি। সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান জনাব আহামদ হোসেন খান। স্বাগত ভাষণ দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd