জাতীয় শোক দিবস ২০১৫- উপলক্ষে তথ্যচিত্র ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ঢাকা, ১৫ আগস্ট ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫- উপলক্ষে ১-১৫ আগস্ট ২০১৫, বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে একই সাথে ১০ আগস্ট ২০১৫, সকাল ১১.০০টায় অস্টম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা, বিষয়: বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধ; ১১ আগস্ট ২০১৫, সকাল ১১.০০টায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা, বিষয়: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, ১২ আগস্ট ২০১৫, সকাল ১১.০০টায় স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা, বিষয়: বিষয়: বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ অনুষ্ঠিত হয়।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd