ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্য জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠান

 

ঢাকা: ১৩ অক্টোবর ২০১৫: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের সদর দপ্তরে সংরক্ষিত নভেরা আহমেদের একটি শিল্পকর্ম নভেরা আহমেদের চলমান শিল্পকর্ম প্রদর্শনীতে উপস্থাপনে জন্য ধার হিসেবে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির নিকট হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান, বক্তব্য রাখেন বিসিআইসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল এবং শিল্পী হাশেম খান। স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. রনজিত কুমার বিশ্বাস। ভাস্কর্যটি ১৯৫০-এর দশকের মাঝামাঝি ভাগে নভেরা আহমেদ লন্ডন থেকে ফেরার পর প্রথম দিকের কাজ। ভাস্কর্যটির উচ্চতা বেইসসহ ৫ ফুট ৬ ইঞ্চি।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd