ঢাকা : ১৩ নভেম্বর ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে ১৩ নভেম্বর ২০১৫ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্ক নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘রবি পরিক্রমায় নজরুল’ আয়োজন করা হয়। নজরুলের পৌত্রী অনিন্দিতা কাজীর গ্রন্থনা ও উপস্থাপনায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লিলি ইসলাম ও অনিন্দিতা কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে পৃথিবীতে বিশেষ পরিচিত করে তুলেছেন। রবীন্দ্র যুগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর দ্রোহ, প্রেম, স্বদেশ বন্দনা দিয়ে বাঙালিকে উজ্জীবিত করেছেন। রবীন্দ্রনাথ নজরুলকে বুঝতে পেরেছিলেন যে, বাংলা সাহিত্যে নজরুল প্রয়োজনীয় এক কবি। রবীন্দ্র ও নজরুলের সম্পর্ক নিয়ে আজকের আলেখ্যানুষ্ঠান থেকে তরুণ প্রজন্ম দুই মহীরূহ সম্পর্কে না জানা তথ্য জানতে পেরেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুই অগ্রজ ও অনুজ কবির শ্রদ্ধা ও ভালোবাসা তাদের কবিতায়, চিঠিতে উল্লেখ রয়েছে। এই দুই কবির চকমপ্রদ সম্পর্ক নিয়ে পাঠকের কৌতুলের শেষ নেই। এ অনুষ্ঠানের মাধ্যমে কবি নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনুরুদ্ধের কন্যা অনিন্দিতা কাজীর গ্রন্থনায় রবী পরিক্রমায় নজরুল দর্শকদের অজানা সম্পর্কের দিক উন্মোচন করেছে।