বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট যৌথভাবে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বাংলাদেশ প্রাচ্য শিল্পের বিস্তার শীর্ষক চিত্র কলার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। ১২২ জন বরেণ্য শিল্পীর শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি, সামিট গ্রুপের চেয়ারম্যান জনাব মুহম্মদ আজিজ খান, বরেণ্য শিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসীর মামুন, স্থপতি রবিউল হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।