ঢাকা, ৪ ডিসেম্বর ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশের পাখির আলোকচিত্র প্রদর্শনী ‘পাখির দেশ বাংলাদেশ’ উদ্ধোধন হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান এবং সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন প্রদর্শনীর কিউরেটর ইনাম আল হক। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান। প্রদর্শনীটি জাতীয় জাদুঘরের ভট্টশালী গ্যালারিতে ১১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত চলবে।