ঢাকা, ১১ ডিসেম্বর ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘরে বাংলাদেশের পালাগান : রূপ ও বৈশিষ্ট্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৪-০০ টায় পালাগানের আবির্ভাব, উৎকর্ষতা এবং চর্চার নানা দিক বর্ণনা এবং সহশিল্পীদের নিয়ে পালাগান পরিবেশন করেন সাধক সাইদুর রহমান বয়াতী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশিষ্ট লেখক জনাব আহমাদ মাযহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান। স্বাগত ভাষণ দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।