ঢাকা, ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ উৎসব ২০১৫: থিমকান্ট্রি রুশ ফেডারেশন উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধ একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকাস্থ রুশ ফেডারেশন, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং সাউথ এশিয়ান মিউজিক ইন্সটিটিউট ঢাকা-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী অ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন রুশ ফেডারেশন (সাবেক সোভিয়েত ইউনিয়ন) দূতাবাসের Minister Counsellor, Deputy Head of Mission, Dr. Anatoly Y. Davydenko এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. নূহ-উল আলম লেনিন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের Mr. Alexander P Demin এবং সাউথ এশিয়ান মিউজিক ইন্সটিটিউট-এর চেয়ারম্যান ড. শরীফ আশরাফ উজ্জামান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।