ঢাকা, ২৭ ডিসেম্বর ২০১৫। দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক বাস্তবায়িতব্য ‘‘Conservation with Advanced Technique for Cultural Heritage (CATCH)” শীর্ষক প্রকল্পটি গত ২৭-১২-২০১৫ তারিখে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এ স্বাক্ষরিত হয়। প্রকল্পটির Record of Discussion (RD) এবং Terms of Reference (ToR)-এ স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আসিফ-উজ-জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব Mr. Md. Mashiur Rahman এবং Korea International Co-operation Agency (KOICA)-এর ঢাকাস্থ Country Director Mr. Kim Jihoon. প্রকল্পটিতে এক মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় আট কোটি টাকার আর্থিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া সরকার।