ঢাকা, ২৯ ডিসেম্বর ২০১৫।বাংলাদেশ জাতীয় জাদুঘরে National Council of Bhutan এর Hon’ble Chairperson H. E. Sonam Kinga এর নেতৃত্বে বাংলাদেশ সফরে আগত ১২(বার) সদ্যসের প্রতিনিধিদল বিকাল ০৩:৩০ ঘটিকায় জাদুঘরের গ্যালারি পরিদর্শন করেছেন। গ্যালারি পরিদর্শনকালে জাদুঘরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিদলকে সহায়তা প্রদান করেন।