জাতীয় জাদুঘরে প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণ

ঢাকা, ০৯ জানুয়ারি ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় Interpretive Museum Display সংক্রান্ত এক কর্মশালা ৫ জানুয়ারি ২০১৬ থেকে ৯ জানুয়ারি ২০১৬ পর্যন্ত আয়োজন করে। ৯ জানুয়ারি ২০১৬ তারিখ বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণ করা হয়। এই কর্মশালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ২১জন কর্মকর্তা অংশগ্রহণ করে। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মসিউর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক ও জনাব জিয়া উদ্দিন তারিক আলী, এছাড়াও প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসপ্লে বিশেষজ্ঞ Ms. Barbara Fahs Chaies এবং Mr. Jared Arp. জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, এই কর্মশালা বাংলাদেশের জাদুঘরসমূহের ডিসপ্লে উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিদর্শন উপস্থাপনার মান উন্নয়নে অবদান রাখবে।

আমাদের দেশে অনেক জাদুঘর গড়ে উঠেছে। কিন্তু আধুনিক ডিসপ্লে করার জন্য প্রশিক্ষণের সুযোগ নেই। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আয়োজিত কর্মশালাটি নতুন মাত্রা যোগ করলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আজকের কর্মশালা জাদুঘর কর্মীদের দক্ষ করে গড়ে তুলবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক বলেন, জাদুঘর আসলে ছোট বড় বলে কিছু নেই। সব ধরণের জাদুঘরে চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় জাদুঘর কর্মীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।  ডিসপ্লের আধুনিক উপস্থাপনা দর্শকদের জাদুঘরমুখী করে তোলে।

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মসিউর রহমান বলেন, সারা বিশ্বে জাদুঘর ডিসপ্লে’র পরিবর্তন ঘটেছে। আমরা যখন বিভিন্ন দেশের জাদুঘর দেখি তখন মনে হয় আমরা পিছিয়ে আছি। এই কর্মশালা আমাদের উপকৃত করবে।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd