ঢাকা, ২৪ জানুয়ারি ২০১৬, জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী কালিদাস কর্মকার-এর পাললিক প্রাণ-মাটি-প্রতীক’ র্শীর্ষক ৭২তম একক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ‘কবিতার ছন্দ ও রেখাঙ্কন’ অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল খায়ের এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। কবিতার ছন্দ ও রেখাঙ্কন অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ এবং আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়, ডালিয়া আহমেদ ও সামিউল ইসলাম পোলাক ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিগণ কবিতা আবৃত্তি করেন।