ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০১৬। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ পালন উপলক্ষে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সহযোগিতায় বেলা ১০.০০টা থেকে ১০.৩০টা এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহস্থ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে বেলা ১১.০০টা থেকে ১১.৩০টা পর্যন্ত শিশুদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শারমিন জাহান (শিক্ষা ও আইসিটি)।