ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬। পার্বত্য জেলার মহালছড়ি এলাকায় একুশের পদকপ্রাপ্ত সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী মংছেন চীং মংছিন রাখাইন সম্প্রদায়ের পোশাক-পরিচ্ছদ ও কিছু স্মারক সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরীর কাছে উপহার হিসেবে প্রদান করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাখাইন সম্প্রদায়ের পোশাক-পরিচ্ছদ ও স্মারক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।