জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ব্যবহৃত বাইসাইকেল জাতীয় জাদুঘরে সংগ্রহ।

ঢাকা, ২৯ ফেব্রুয়ারি ২০১৬। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী জনাব আব্দুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন গোয়ালন্দ` মহকুমার জৌকুড়া গ্রামের মনাক্কা চেয়ারম্যানের বাড়িতে আসেন। বঙ্গবন্ধু উক্ত চেয়ারম্যানের চাচাত ভাই জনাব আব্দুল ওয়াজেদ মণ্ডলের একটি বাইসাইকেল নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ব্যবহৃত বাইসাইকেলটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে জনাব আব্দুল ওয়াজেদ মণ্ডলের বাড়িতে দীর্ঘ ৬২ বছর যাবত রক্ষিত ছিল।

গত ২৫ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি. তারিখ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাগণ বাইসাইকেলটি মধুপুর গ্রামের জনাব আব্দুল ওয়াজেদ মণ্ডলের বাড়ি থেকে জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নিয়ে আসেন। হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথ পরিচর্যা বাইসাইকেলটি দর্শকদের জন্য জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হবে।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd