জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক নারীদিবসের আলোচনা অনুষ্ঠান

ঢাকা, ০৮ মার্চ ২০১৬। অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান এই প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ ২০১৬ তারিখ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো: রমজান আলী। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব নূরে নাসরীন। প্রধান অতিথি জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘‘১৮৫৭ সালের ৮ মার্চ এই দিনটির শুরু। সে সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সূচ কারখানায় নারী শ্রমিকরা দৈনিক ১২ ঘন্টা থেকে কমিয়ে ৮ ঘন্টা করা ন্যায্য মজুরী এবং কর্মক্ষেত্র সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবীতে সোচ্চার হয়েছিল।

আন্দোলন করার অপরাধে সে সময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। নারীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা এবং অধিকার বাস্তবায়নের জন্য জাতিসংঘ ১৯৭৭ সালে থেকে ৮ মার্চ কে বিশ্ব নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। সেই থেকেই বিশ্বব্যাপী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরেও নারীকর্মীরা পুরুষদের সাথে সমান তালে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। নারী-পুরুষের অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তাদের বিশ্বাস।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd