জাতীয় জাদুঘরে স্বাধীন বাংলা বেতার কক্ষ উদ্বোধন

ঢাকা, ২৩ মার্চ ২০১৬। বাংলাদেশে জাতীয় জাদুঘর চ্যানেল আই-এর সহযোগিতায় জাতীয় জাদুঘরের ৩৮ নম্বর গ্যালারি কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কক্ষ উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, শব্দ সৈনিক ফকির আলমগীর ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড আব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান।

প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি বলেন একাত্তুরে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকরা ইথারের মাধ্যমে রণাঙ্গঁনে যোদ্ধাদের পাশাপাশি দ্বিতীয় ফ্রন্টে যে যুদ্ধ করেছিলেন তা ইতিহাসে স্মরণীয়। অবরুদ্ধ বাংলাদেশে ও বিদেশে একাত্তুরের বাঙালিরা স্বাধীন দেশের জন্য যে লড়াই ও আত্মত্যাগ করেছিলেন তার প্রেরণা শক্তি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশ জাতীয় জাদুঘর চ্যানেল আই-এর সহযোগিতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকা, সংবাদ, গান ও বস্ত্তগত নিদর্শন প্রদর্শনের জন্য আজ নতুন কক্ষ উদ্বোধন করা হলো। তরুন প্রজন্ম ও গবেষকেরা সেদিনের দূর্লভ স্মৃতি নিদর্শনের সাথে পরিচিত হতে পারবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ জাতির জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা। এযুদ্ধে সাধারণ মানুষ, পেশাজীবী, প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধারা জীবনকে তুচ্ছ করে অংশ নিয়েছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকেরা গৌরবের অধ্যায়ে সংযোজন করেছিলেন নতুন মাত্রা। তারা মানসিক শক্তি জাগরণে কথা, ভাষ্য ও গীতের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। দেশের জন্য তাদের অবদান ইতিহাসকে মহিমান্বিত করেছে।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd