জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী

ঢাকা, ০৪ জুন ২০১৬। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি একাধারে কবি, গাল্পিক, উপন্যাসিক, অনুবাদক, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার, বংশীবাদক, সংগীতশিল্পী, সাংবাদিক, কাহিনীকার, অভিনেতা, চলচ্চিত্রকার, রণাঙ্গনের যোদ্ধা এবং ভ্রমণ পিয়াসী মানুষ। ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ তুর্য- এই উচ্চারণের নজরুলকে আমরা একইসঙ্গে ছিলেন প্রেম ও বিদ্রোহী কবি বলি। তিনি সাম্যের কবি, জাগরণের কবি, তিনি মানবতার কবি। এই মহান কবির ১১৭তম জন্ম জয়ন্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আজ ৪জুন ২০১৬, শনিবার সকাল ১১টায় নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে নজরুল স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। ‘নজরুল স্মৃতি বক্তৃতা’ ‍উপস্থাপন করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পী মোস্তফা জামান, কবি সাখাওয়াত টিপু। অনুষ্ঠানের শুরুতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আফসানা রুনা। স্মৃতি বক্তৃতানুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পী মোস্তফা জামান এবং কবি সাখাওয়াত টিপু।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd