বাংলাদেশ জাতীয় জাদুঘর ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাবেক সচিব, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, বিশিষ্ট লেখক ও সঙ্গীত শিল্পী জনাব মাসুদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এম.পি.। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন বাঙালির রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। মাদকাশক্তি, জঙ্গীবাদ আমাদের যুবশক্তিকে ধ্বংস করে দিচ্ছে। সুষ্ঠু সংস্কৃতির মূল স্রোতে আমাদের যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরের এ আয়োজন। আমরা এখন থেকে নিয়মিতভাবে সংগীতানুষ্ঠানের আয়োজন করবো।