ঢাকা, ২৯ অক্টোবর ২০১৬। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত নবসজ্জিত শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। এ নবসজ্জিত গ্যালারিতে কেবল জয়নুল আবেদিনের বাছাইকৃত শিল্পকর্মই প্রদর্শন করা হচ্ছে না সেই সঙ্গে তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে একটি মাল্টিমিডিয়া তথ্যচিত্রও দেখানো হচ্ছে। আরও উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের ট্রাস্টী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাসেম খান এবং বিশিষ্ট রবিন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। স্বাগত ভাষন দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।