জাদুঘরের ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রয় ও নতুন সংগৃহীত নিদর্শনের প্রদর্শনী উদ্বোধন।

ঢাকা ০৮ নভেম্বর ২০১৬। বেলা ১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ আনুষ্ঠানিকভাবে ডিজিটাল টিকিট বিক্রয় কার্যক্রম এবং নতুন সংগৃহীত নিদর্শনের বিশেষ প্রদর্শনী উদ্বোধন করেন। জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের মূল ধারায় সংযুক্ত হতে জাদুঘর ইতোমধ্যে প্রায় ১ লক্ষ নিদর্শনের ডিজিটাল ডকুমেন্টেশন সম্পন্ন করেছে। ডিজিটাল টিকিট কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আজ জাদুঘর আরো একধাপ এগিয়ে গেল। তিনি আরও বলেন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা জাদুঘরের অন্যতম কাজ। প্রতিনিয়ত জাদুঘর সংগ্রহ করছে নানা মাত্রিক ঐতিহ্যিক নিদর্শন। এরই ধারাবাহিকতায় বিগত তিন বছরে সংগৃহীত হয়েছে ৩৯৫১টি নিদর্শন। নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মূল্যবান পাণ্ডুলিপি, ঢাকাই মসলিন, মুক্তিযুদ্ধের দলিল, বিভিন্ন ধরনের টুপি, বাঘ ও হরিণের চামড়া ইত্যাদি। এখান থেকে প্রায় সাতশত টি নিদর্শন নিয়ে জাদুঘরের তৃতীয় তলায় ২৩ নম্বর গ্যালারিতে আয়োজন করা হয়েছে দুই মাসব্যাপী এই বিশেষ প্রদর্শনী।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd