ঢাকা ১১ নভেম্বর ২০১৬। জাতীয় জাদুঘরে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী চঞ্চল খানের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। যিনি দক্ষতার সাথে রবীন্দ্র চর্চা করে নিজ পেশাদারিত্বে সমন্বয়সাধন করেছেন। সংগীত সন্ধ্যার উদ্বোধন করে জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব নূরে নাসরীন। তিনি বলেন সন্ত্রাসবাদ এবং জংগীবাদকে প্রতিহত করার জন্য সংস্কৃতি চর্চা বেশি করে করা প্রয়োজন।