ঢাকা ১২ নভেম্বর ২০১৬। জাতীয় জাদুঘরে বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং ভিতরগড় প্রমোশনার সোসাইটি যৌথভাবে সেমিনার আয়োজন করে। অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আকতারী মমতাজ। সেমিনারে স্বাগত ভাষণ দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব আলতাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ভিতরগড় সোসাইটির মহাসচিব জনাব হাবিবুল্লাহ এন করিম। সভাপতিত্ব করেন ভিতরগড় সোসাইটির সভাপতি জনাব সোহেল আহমেদ চৌধুরী। ভিতরগড় সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হোসনে জাহান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।